সেপ্টেম্বর ২০২২ মাসে ৪৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলা কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ মাসে ১২টি তদরাকি অভিযান হয়। যেখানে জেলা পুলিশ, সিভিল সার্জন অফিস ও অন্যান্য দপ্তর সহযোগিতা করেন। অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে পরিচালিত এ সকল অভিযানে মোট ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩,৪২,০০০ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তাদের কাছ থেকে প্রাপ্ত ৩৪টি অভিযোগের মধ্যে ৩০টি নিষ্পত্তি করে প্রমাণিত অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তারা প্রণোদনা হিসেবে পান ৮ হাজার ৭শ ৫০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস