Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১৪-০১-১৯ চৌদ্দগ্রামে অভিযান
বিস্তারিত

আজ (১৪/১/১৯) জেলার চৌদ্দগ্রাম উপ‌জেলার বাজা‌রে অ‌ধিদপ্ত‌রের উ‌দ্যো‌গে মাছ, মাংস, মুরগী,মু‌দির দোকান ও মি‌ষ্টি কারখানায় তদার‌কি কার্যক্রম প‌রিচা‌লিত হয়। মা‌ছে ক্ষ‌তিকারক জে‌লি, মাং‌সের মূল্য তা‌লিকা ও ওজ‌নে কারচুপি, মুরগীর দোকা‌নে জ‌বে‌হের স্থান স্বাস্থ্যকর ও ব্যবহৃত পা‌নি স্বাস্থ্যকর কিনা, মু‌দির দোকা‌নে মুল্য তা‌লিকা ও মি‌ষ্টি কারখানায় অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে প্রস্তুত হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকাণ্ড প‌রিল‌ক্ষিত হওয়ায় ৪ ব্যবসায়ী‌কে জ‌রিমানা করা হয় সতর্ক করা হয় ১৫ দোকানী‌কে। উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর হা‌বিবুর রহমান ও এসআই শরী‌ফের নেতৃ‌ত্বে চৌদ্দগ্রাম থানা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/01/2019
আর্কাইভ তারিখ
30/06/2020