আজ ১০.০১.২০১৯ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার সদর দক্ষিণ উপজেলার বল্লবপুর এলাকার ইট ভাটায় এক অভিযান পরিচালিত হয়। সহকারি পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৮ ধারার বিধান লঙ্ঘণ করে পরিমাপে কারচুপি করে ইট প্রস্তুত করার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় একটি ইট ভাটার মালিককে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস