জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি ও জেলা ,ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফজল মীরের সভাপতিত্বে ডিসেম্বর ২০১৮ মাসের ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জানান,
১। নভেম্বর/২০১৮ মাসে অধিদপ্তরের প্রশাসনিক ব্যবস্থায় বাজার তদারকি করে জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ, চান্দিনা, চৌদ্দগ্রাম, ও বুড়িচং উপজেলায় ৩০টি প্রতিষ্ঠনকে ৩৭, ৩৯, ৪৩, ৫১ ও ৫৩ ধায়ায় ১,৬৫,০০০/-(এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়েছে।
২। আইনটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নভেম্বর/১৮ মাসে ১৪০০ লিফলেট, ১৪০০ পাম্পলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে। এ ধারা অব্যাহত আছে।
৩। ১৪/১১/২০১৮ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলাপ্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এবং জেলার প্রতিটি উপজেলায় এরকম সেমিনার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৫টি উপজেলায় সেমিনার অনুস্ঠিত হয়েছে।
৪। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ১৮/১১/২০১৮ তারিখে ১টি গণশুনানির আয়োজন করা হয়েছে।
৫। প্রতারিত ভোক্তা কর্তৃক অভিযোগ দায়েরের কার্যক্রমও অব্যাহত আছে। নভেম্বর/১৮ মাসে এরকম ১১টি অভিযোগ পাওয়া গেছে। নিষ্পত্তির প্রক্রিয়া চলমান।
৬। তিনি সভাকে আরও অবহিত করেন যে, চলতি অর্থবছর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে, ছাত্র/ছা্ত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাধ্যমিত/উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এডিসি (শিক্ষা ও আইসিটি) এবং সকল উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১০/১১/১৮ তারিখ পর্যন্ত ও রচনা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ইতোমধ্যে জেলা পর্যায়ে ১৮টি ও উপজেলা পর্যায়ে ২৮৮টি রচনা জমা পড়েছে। যেগুলোর মুল্যায়ন প্রক্রিয়া চলমান। আগামী ১৫ মার্চ, ২০১৯ বিশ্ব ভোক্তা অধকার দিবসে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস