Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কুমিল্লায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাথে মাননীয় বাণিজ্য সচিব জনাব তপন কান্তি ঘোষের মতবিনিময় সভা
Details

২৪ ডি‌সেম্বর ২০২১খ্রি শুক্রবার, বেলা ১১টায় কু‌মিল্লা জেলাপ্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে সা‌র্বিক বাজার প‌রি‌স্থি‌তি নি‌য়ে জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ ক‌মি‌টি ও পণ‌্য বিপণন ম‌নিট‌রিং ক‌মি‌টির সদস‌্যদের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বা‌ণিজ‌্য মন্ত্রণাল‌য়ের মাননীয় স‌চিব জনাব তপন কা‌ন্তি ঘোষ স‌্যার এ মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন। কু‌মিল্লার স্থানীয় সরকার বিভা‌গের উপপ‌রিচালক জনাব মোহাম্মদ শওকত ওসমা‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সভায় জেলা পু‌লি‌শের প‌ক্ষে উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (‌ডিএস‌বি) মো: আফজাল হো‌সেন। উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলাপ্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ শাহাদাত হো‌সেন, জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, জেলা মৎস‌্য কর্মকর্তা শ‌রিফ উ‌দ্দিন, জেলা খাদ‌্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী, সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, সিভিল সার্জন অ‌ফি‌সের মে‌ডি‌কেল অ‌ফিসার জনাব ডা. সৌ‌মেন রায়সহ জেলা পর্যা‌য়ের বি‌ভিন্ন দপ্ত‌রের প্রধানবৃন্দ, এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন আদর্শ সদর, সদর দ‌ক্ষিণ, বু‌ড়িচং ও চা‌ন্দিনার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারবৃন্দ,  কু‌মিল্লা দোকান মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক জনাব আ‌তিক উল‌্যাহ খোকন, চেম্বার এন্ড কমা‌র্সের সহ সভাপ‌তি জামাল আহ‌মেদ, রাজগঞ্জ, রানীর বাজার, নিউমা‌র্কেট, বাদশা মিয়‌ার বাজার ও চকবাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি ও সাধারণ সম্পাদকবৃন্দ, প্রেসক্লা‌বের প্রতি‌নি‌ধি এবং স্থানীয় সুশীল সমাজ এবং বি‌ভিন্ন স্টেক‌ হোল্ডার‌রা এ সভার অংশ নি‌য়ে সু‌চি‌ন্তিত মতামত তু‌লে ধ‌রেন। সভায় বক্তব‌্য রা‌খেন ভোক্তা অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম,  কৃ‌ষি বিপণন কর্মকর্তা, জেলা খাদ‌্য নিয়ন্ত্রক, চেম্বা‌রের প্রতি‌নি‌ধি, দোকান মা‌লিক সমি‌তির সে‌ক্রেটা‌রি, জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা, জেলা মৎস‌্য কর্মকর্তা, ডেই‌রি ফার্ম এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি, সদর‌ দ‌ক্ষি‌ণের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার, অতি‌রিক্ত জেলাপ্রশাসক (সা‌র্বিক), অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার, ও ডি‌ডিএল‌জি প্রমুখ। প্রধান অ‌তি‌থি সক‌লের বক্তব‌্য অত‌্যন্ত আন্তরিকতার সা‌থে শো‌নেন ও প্রাপ্ত প্রস্তাবগু‌লোর ব‌্যাপা‌রে উদ্যোগ নেওয়ার ব‌্যাপা‌রে আশ্বস্ত ক‌রেন। তি‌নি জেলাপ্রশাস‌কের নেতৃ‌ত্বে গ‌ঠিত এ দু‌টি ক‌মি‌টির কর্মকা‌ণ্ডে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন এবং ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন বাস্তবায়‌নে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। সভাপ‌তি প্রধান অ‌তি‌থি‌র কু‌মিল্লায় আগম‌নের জন‌্য ধন‌্যবাদ জা‌নি‌য়ে ও উপ‌স্থিত সক‌লের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে সভার সমা‌প্তি ঘোষণা ক‌রেন।

Attachments
Publish Date
26/12/2021